জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
স্যামুয়েল আইটি সলিউশন
৮৯৭, গোরস্থান রোড, বত্রিশ, কিশোরগঞ্জ।।
📱হ্যালো : ০১৬৮০-৪৯৬১৬৮ | 📜 ইমেইল- samuelitsolution@gmail.com
🌐 www.samuelitsolution.com
স্যামুয়েল আইটি সলিউশন-এ জরুরি ভিত্তিতে ২জন মার্কেটিং অফিসার নিয়োগ দেয়া হবে। আগ্রহী উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে সিভি আহবান করা যাচ্ছে।
আগ্রহীদের আগামী ১৫ মার্চের মধ্যে ছবিসহ একটি পূর্ণাঙ্গ সিভি প্রতিষ্ঠানের ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। এছাড়াও স্যামুয়েল আইটি সলিউশন-এর অফিসে সরাসরি পাসপোর্ট সাইজের ১কপি ছবিসহ সিভি জমা দেয়া যাবে।
বাছাইকৃতদের সরাসরি সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
চাকরির বিবরণ / দায়িত্বসমূহ : মার্কেটিং, কাস্টমার সাপোর্ট/ ক্লায়েন্ট সার্ভিস, কর্পোরেট মার্কেটিং
চাকরির ধরন : ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এইচএসসি, সেলস এন্ড মার্কেটিং-এ অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে।
অন্যান্য যোগ্যতা
- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছর এর মধ্যে হতে হবে।
- প্রার্থীর অবশ্যই বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
- প্রার্থীকে ইংরেজিতে স্বতঃস্ফূর্ত হতে হবে।
- প্রার্থীকে সৎ এবং ভাল নৈতিকতা সম্পন্ন হতে হবে।
- দৃঢ় আন্তঃব্যক্তিগত এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
- আন্তরিকতা এবং দায়িত্বশীলতা।
- সমস্যা সমাধানের মানসিকতা সহ সৃজনশীলতা।
কর্মস্হল : কিশোরগঞ্জ
বেতন নির্ধারণ : আলোচনা সাপেক্ষে।
ধন্যবাদান্তে- কতৃপক্ষ।